যশোর জেলায় এক বছরে ১২৬টি বাল্যবিবাহ বন্ধ করেছে ভ্রাম্যমান আদালত

গত এক বছরে যশোর জেলায় ১২৬টি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। একইসাথে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেলার দুইজন কাজীকে ছয় মাস করে কারাদন্ড প্রদান করা হয়। সোমবার যশোর সার্কিট হাউজে বাল্যবিবাহ প্রতিরোধে সাংবাদিকদের ভুমিকা শীর্ষক এক কর্মশালায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তারা এসব তথ্য জানান।
সকালে প্লান ইন্টারন্যাশনালের সহযোগিতায় বেসরকারি সংস্থা রূপান্তর-এর আয়োজনে এ কর্মশালার উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান। কর্মশালায় বাল্যবিবাহ প্রতিরোধ আইন ও এর বিধিমালাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তুষার কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মনোয়ার হোসেন, জেলা মহিলা বিষয়ক অধিদফতরের উপপরিচালক মো. আনিসুর রহমান ও রূপান্তরের জেলা সমন্বয়কারী কাজী মফিজুর রহমান।

মর্নিংনিউজ/আই/বিআই

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *