যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ২০ লাখ ছাড়িয়েছে

যুক্তরাষ্ট্রে
করোনা
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে শনিবার কোভিড ১৯ আক্রান্তের মোট সংখ্যা ১ কোটি ২০ লাখ ছাড়িয়ে গেছে। জন্স হপকিন্স ইউনিভার্সিটির দেয়া পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২০ লাখ ১৯ হাজার ৯৬০ জন। এ পযর্ন্ত মারা গেছে ২ লাখ ৫৫ হাজার ৪১৪ জন।

যুক্তরাষ্ট্রে আশংকাজনকভাবে আক্রান্ত ও মৃত্যু সংখ্যা বাড়ছে। এ কারণে অনেক শহরেই আবারো লকডাউনের মতো পদক্ষেপ নেয়া হচ্ছে।

এদিকে স্বাস্থ্য কর্তৃপক্ষ আগামী সপ্তাহের থ্যাংকস গিভিং হলিডে উপলক্ষে ঘরেই অবস্থান করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে। যদিও এ সময়ে আমেরিকানরা পরিবার নিয়ে ব্যাপক ভাবে ভ্রমণে বের হয়।

আমেরিকায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে ট্রাম্প প্রশাসন ব্যাপক সমালোচনার শিকার হচ্ছে।

সোমবার নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় ট্রাম্প সহায়তা না করায় হতাশা প্রকাশ করেছেন।

তিনি বলেছেন, মহামারি রোধে সমন্বিত উদ্যোগ অবিলম্বে না নিলে আরো অনেক লোকের মৃত্যু ঘটতে পারে।

এদিকে আশার কথা হলো মার্কিন বায়োটেক কোম্পানী ফাইজার ও তার জার্মান অংশীদার বায়োএনটেক তাদের তৈরি ভ্যাকসিনের অনুমোদন চেয়ে শুক্রবার আবেদন করেছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *