রংপুরে চিকলি পার্কে অসামাজিক কার্যকলাপ রোধে অভিযান

রংপুর নগরীর শত বছরের ঐতিহ্যবাহী চিকলি বিলের পারে নির্মিত হয়েছে সিটি চিকলি পার্ক। বিনোদন পিপাসু মানুষের জন্য মনোরম পরিবেশে নির্মিত পার্কটি শুরুতে দৃষ্টিনন্দন ছিলো এখন তা নেই। সাধারণ দর্শনার্থীদের জন্য এই পার্ক, এখন অনেকটা বিড়ম্বনার জায়গা হয়ে দাঁড়িয়েছে। রক্ষণাবেক্ষণের অভাবে বিকল হয়ে পড়ে আছে শিশুদের জন্য তৈরি রাইডগুলো। নেই আগের মতো রমরমা দর্শনার্থী। সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে পার্কের ভেতরে বেড়েছে অনৈতিক কার্যকলাপ। এতে উদ্বিগ্ন নগরের সচেতন মহল।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বুধবার (১মার্চ ২০২৩ইং) রংপুরের চিকলী পার্কে অসামাজিক কার্যকলাপের অভিযোগে অভিযান পরিচালনা করেছে রংপুর সিটি কর্পোরেশন। এসময় অসামাজিক কার্যকলাপে ব্যবহার করা অবৈধ স্থাপনা গুলো ভেঙ্গে দেয় রসিক।পাশাপাশি যে ঘরগুলোতে পর্দা দিয়ে ঘেরা দেয়া হয়েছিল সেগুলো সরিয়ে ফেলা হয়েছে। পাশাপাশি কেউ যাতে কোন অবৈধ কাজে লিপ্ত না হতে পারে সেজন্য দোকানদারদের সতর্ক করেছেন রসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানের বিষয়ে ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, রংপুর সিটির মধ্যে বিনোদন পার্ক চিকলী বিল পার্ক, এখানে বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি, এই পার্কে ঝুপরি ঘর নিয়ে অনেক অভিযোগ ছিল। অভিযোগের ভিত্তিতে কয়েক দফা অভিযান পরিচালনায় এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। আমরা চাই সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি হউক। সব বয়সের মানুষ বিনোদনের জন্য চিকলী পার্কে আসুক। নিয়মিত আমাদের অভিযান অব্যাহত থাকবে।

 

মর্নিংনিউজ/আই/বই/আই

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *