রংপুর মেডিকেলে ৬০০যন্ত্রের মধ্যে ৪৫০টি অব্যবহার্য

রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালের ছয়শ যন্ত্রের মধ্যে ৪৫০টি অব্যবহার্য বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার বিকেলে হাসপাতালটির চিকিৎসক ও নার্সদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এমনটি জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসা খাতের ঠিক কোন জায়গাটায় সমস্যা সেটি খুঁজে বের করতে আমরা এখন মাঠে নেমে গেছি। দেশের ছয়টি বিভাগ পরিদর্শন শেষ করেছি। আর মাত্র দুটি বিভাগ বাকি আছে। এরপর দেশের সব হাসপাতালের ছোট-বড় খুঁটিনাটি সব বিষয় নিয়ে মন্ত্রণালয় থেকে বিভিন্ন রকম কার্যকর পদক্ষেপ নেয়া হবে। তবে যত কিছুই করা হোক, চিকিৎসা দিতে হবে চিকিৎসকদেরই। এ নিয়ে অবহেলা করা যাবে না। চিকিৎসকদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানুষকে চিকিৎসা সেবা এমনভাবে দেবেন, যেন চিকিৎসা নিতে দেশের আর কোনো মানুষকে বিদেশে যেতে না হয়, বরং বিদেশ থেকেই বাংলাদেশে চিকিৎসা নিতে আসতে হয়। তিনি বলেন, রংপুর হাসপাতালে বেড সংখ্যা এক হাজার হলেও চিকিৎসা নেয় দুই হাজারের বেশি মানুষ। হাসপাতালের পরিচ্ছন্নতার অভাব রয়েছে। হাসপাতালের কিছু বিভাগে ভালো চিকিৎসা সেবা দেয়া হলেও বেশ কিছু বিভাগের গুরুতর ত্রুটি লক্ষ্য করেছি। এসব চলবে না। আরেকটি অবাক করা বিষয় হচ্ছে, এই হাসপাতালে প্রায় ছয় শ যন্ত্রপাতি থাকলেও এগুলোর মধ্যে সাড়ে চার শই অকেজো হয়ে পড়ে আছে। এটা তো মেনে নেয়া যায় না। হয় পুরাতন যন্ত্রপাতি দ্রুত মেরামত করতে হবে, নইলে নতুন মেশিন কিনতে হবে। কিন্তু ৪৫০টি মেশিন নষ্ট পড়ে থাকলে আপনারা মানুষকে কী চিকিৎসা দেবেন? এর আগে সকালে স্বাস্থ্যমন্ত্রী রংপুরের নির্মাণাধীন ১৫তলা বিশিষ্ট অত্যাধুনিক ক্যানসার, কিডনি ও লিভার হাসপাতালের চলমান নির্মাণ কাজের পরিদর্শন করেন। নির্মান কাজ দ্রুততার সঙ্গে করতে স্থানীয় প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের তাগিদ দেন স্বাস্থ্যমন্ত্রী। এরপর মন্ত্রী ১০০বেডের শিশু হাসপাতাল ওবং রমেক হাসপাতালে চিকিৎসারত বিভিন্ন ইউনিটের রোগীদের স্বাস্থ্যসেবার মান সরেজমিনে পরিদর্শন করেন ও সেখানকার চিকিৎসক, নার্সদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় নির্দেশনা দেন। সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত সচিব (হাসপাতাল) নাজমুল হক, স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক টিটু মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) প্রফেসর শামিউল ইসলামসহ আরও অনেকে।

 

মর্নিংনিউজ/আই/শাশি

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *