রাজধানীতে আবাসন ব্যবসায়িকে বাসা থেকে ডেকে নিয়ে খুন

ছবি: সংগৃহিত

শুক্রবার (৭ আগষ্ট) সকালে বসুন্ধরা আবাসিক এলাকার এম ব্লকে ওই কোম্পানির অধীনে নির্মাণাধীন একটি ভবনের দ্বিতীয় তলায় তার লাশ পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।

নিহত আবুল খায়ের সজীব বিল্ডার্স নামের একটি ডেভেলপার কোম্পানির মালিক।তিনি বসুন্ধরা আবাসিক এলাকার জালাল গার্ডেনের ২১ নম্বর রোডের একটি বাসায় পরিবার নিয়ে থাকতেন।

তার ছোট ভাই দৈনিক যায়যায়দিনের নোয়াখালীর সুবর্ণচর উপজেলা প্রতিনিধি আব্দুল বারী বাবলু বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে একটি ফোন পেয়ে মোটরসাইকেল নিয়ে বেরিয়েছিলেন খায়ের। রাতে আর উনি বাসায় ফিরে আসেননি, ফোনও বন্ধ পাওয়া যাচ্ছিল। বিষয়টি ভাটারা থানায় জানানো হয়েছিল। এরপর শুক্রবার সকালে ওই নির্মাণাধীন ভবনের সামনে আবুল খায়েরের মোটর সাইকেলটি পড়ে থাকতে দেখা যায় এবং  পরে পুলিশ ভবনের ছাদের আবুল খায়েরের মৃতদেহ পায়।

ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, আবুল খায়েরের মাথার পেছনে কিছু দিয়ে আঘাত করা হয়েছে। মাথার মগজ বের হয়ে গেছে।

তিনি আরও বলেন, নির্মাণাধীন যে ভবনে আবুল খায়েরের লাশ পাওয়া গেছে, তিনিসহ মোট ৯ জন সেটার মালিক। তিনতলা পর্যন্ত ছাদ ঢালাইয়ের পর গত ফেব্রুয়ারি থেকে ভবনের কাজ বন্ধ ছিল।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *