লা লিগার পাঁচ ফুটবলারের করোনা পজিটিভ

আবারও শুরু হচ্ছে ইউরোপীয় ফুটবল। ফ্রান্স তাদের লিগে ৯ ম্যাচ বাকি রেখেই পিএসজিকে চ্যাম্পিয়ন ঘোষণা দিয়ে সমাপ্ত করলেও জার্মানি, ইতালি ও স্পেন তাদের মৌসুমের বাকি অংশ শুরু করতে যাচ্ছে। এ প্রেক্ষিতেই আবারও অনুশীলনে নেমেছেন ক্লাবগুলোর ফুটবলাররা। কিন্তু এরই মধ্যে পাওয়া গেল দুঃসংবাদ।

আগামী ২০ জুন থেকে লা লিগা আবারও মাঠে গড়ানোর আশা করছেন অনেকে। সরকারের গ্রিন সিগন্যাল পেয়ে লা লিগা কর্তৃপক্ষ ক্লাবগুলোকে জানিয়েছে, স্বাস্থ্যবিধি মেনে ব্যক্তিগতভাবে অনুশীলন করতে পারবেন ফুটবলাররা। তবে তার আগে প্রতিটি ক্লাবের ফুটবলার এবং কোচিং স্টাফদের করোনা টেস্ট বাধ্যতামূলক বলে জানানো হয়।

সেই টেস্টেই পাঁচ ফুটবলারের করোনা পজিটিভ পাওয়া গেছে। স্পেনের শীর্ষ দুই বিভাগে এই ফুটবলাররা খেলে থাকেন বলে এক বিবৃতিতে জানিয়েছে লা লিগা কর্তৃপক্ষ। লা লিগার পক্ষ থেকে এই খেলোয়াড়দের ঘরে থাকতে বলা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে তাদের আরও একবার পরীক্ষা করা হবে। করোনা থেকে সেরে উঠলে তবেই ট্রেনিং গ্রাউন্ডে ফেরার অনুমতি পাবেন তারা।

তবে কোন দলের কোন তারকা করোনা পজিটিভ হয়েছেন, সে ব্যাপারে কোনো গণমাধ্যম তথ্য দেয়নি। এর মধ্যে অনুশীলন বন্ধ রাখা হবে কি না সে বিষয়েও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে এখনও অনুশীলন চালিয়ে যাচ্ছেন মেসিরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *