শত বছরের পুরানো বিখ্যাত সব গাড়িগুলো বেনাপোলে একসাথে

এমন এক কার র‌্যালী যা আগে ঘটেনি বাংলাদেশে। বিগত ২০ অক্টোবর ভারতের কলকাতা থেকে ‘ইস্ট হিমালয়া ভিন্টেজ কার র‌্যালি ২০২২’ শীর্ষক একটি কারবহর ও মোটরসাইকেল নিয়ে যাত্রা শুরু হয়। বেলজিয়ামের একটি ভ্রমণপিপাসু সংগঠনের ৮ জন ব্যাক্তি মিলে এমন উদ্দ্যোগ নেন, যার নেতৃত্বে রয়েছেন ব্রুনো লিউনেন। উক্ত সংগঠনটি প্রায়ই পৃথিবীর বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন রুটে র‌্যালী সম্পাদন করে থাকে। এবারের আন্তর্জাতিক র‌্যালিতে অংশ নেন বেলজিয়ামসহ, ফ্রান্স, ফিনল্যান্ড, যুক্তরাজ্য,নেদারল্যান্ডস, পর্তুগাল ও দক্ষিন আফ্রিকার ৩৪ জন পর্যটক ও ৯ জন সহকারী। উক্ত অর্গানাইজেশন র‌্যালীর রুট প্লান, মেডিকেল সাপোর্ট, সিকিউরিটি, ভেইকলস কেয়ারসহ নানাবিধ তত্বাবধান করে থাকেন। তারা ভূটান ভ্রমণ শেষে ভারতের আসাম হয়ে ৬ নভেম্বর সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। ইউরোপিয়ানসব শত বছরের পুরানো বিভিন্ন মডেলের গাড়ির র‌্যালি যার মধ্যে রয়েছে বেন্টলি, পোর্শে, মার্সিডিজ, বিএমডব্লিউ ডাকার মোটরসাইকেল, এ্যাস্টোন মার্টিন, অস্টিনসহ আরোও অনেক। বাংলাদেশ ভ্রমন শেষে বেনাপোল স্থলবন্দর হয়ে ভারত প্রবেশ করে গাড়িবহরটি। গতকাল, ১১ নভেম্বর, শুক্রবার প্রায় সকাল ১১ টার দিকে ১৬ টি কার ও ২টি মটরসাইকেল নিয়ে র‌্যালীটি বেনাপোল ও পেট্রাপোল ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে ভারত প্রবেশ করে। ‘দ্য জার্নি ওয়ালেট’ নামের একটি প্রতিষ্ঠান র‌্যালীর বাংলাদেশ অংশের ব্যবস্থাপনা করেছে। কার র‌্যালীতে অংশ নেয়া বিদেশী নাগরিকেরা বাংলাদেশের মানুষের আতিথেয়তায় খুবই মগ্ধ। বাংলাদেশের বিভিন্ন স্থানের প্রাকৃতিক দৃশ্য, খাবার, সিলেটের চা তাদেরকে মুগ্ধ করেছে। তারা দেখেছেন এদেশের মানুষের কর্ম ব্যস্ততা এমনটিই তাদের মন্তব্যে পাওয়া গেছে। কিছু স্থানে ট্রাফিক জ্যামে পড়েছিলেন তারা। মানুষের জীবনযাত্রা, সাংস্কৃতি, প্রকৃতি ও দর্শনীয়স্থানের প্রতি ধারনা নিতে তারা এধরনের ভ্রমন করে থাকেন বলে জানা গেছে। তারা আবারও আসতে চান পরবর্তীতে এদেশে। গত ২৪ দিনে, ৩ দেশ ভ্রমণে প্রায় ৩২ হাজার ২৪৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আজ ১২ নভেম্বর ভারতের পশ্চিম বঙ্গের কলকাতায় গিয়ে তাদের এই যাত্রা সম্পূর্ণ হয়েছে।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *