শিবচরের সহকারী পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত এক পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

মাদারীপুর জেলার শিবচর উপজেলায়  এক পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ওই পুলিশ সদস্য শিবচর সহকারী পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত ছিল।

আজ মঙ্গলবার সকালে স্বাস্থ্য বিভাগ ও পুলিশ সুপার কার্যালয় সূত্রে এ তথ্য জানায় ।

আক্রান্ত হওয়া ওই পুলিশ সদস্যের সংস্পর্শে আসা আরো ৬ পুলিশ সদস্যসহ সহকারী পুলিশ সুপার কার্যালয়ের অধিকাংশ পুলিশ সদস্য বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

জানাযায় , গত ২৪ ঘন্টায় করোনা পরীক্ষার রিপোর্ট অনুযায়ী শিবচর সহকারী পুলিশ সুপার কার্যালয়ের কর্মরত এক পুলিশ সদস্যের করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। তাকে হোম আইসোলেশনে রাখা হয়েছে।  এই পুলিশ সদস্য সহকারী পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত রয়েছেন।  তার সংস্পর্শে থাকা আরো ৬ পুলিশ সদস্যকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এ নিয়ে শিবচরে করোনা ভাইরাসে  আক্রান্তের সংখ্যা হলো ২৮ জন।

শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ শশাঙ্ক চন্দ্র ঘোষ বলেন, গতকালের রিপোর্টে ওই পুলিশ সদস্যের করোনা পজিটিভ এসেছে। তাকে হোম আইসোলেশনে রাখা হয়েছে।

সহকারী পুলিশ সুপার(শিবচর সার্কেল) আবির হোসেন বলেন, আক্রান্ত পুলিশ সদস্য অফিসেই থাকতো। কিভাবে আক্রান্ত হলো তা বুঝা কঠিন। তাকে হোম আইসোলেশনে ও ৫ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে তিনি জানান ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *