শীর্ষে ফিরলো রিয়াল

ছবিঃ এএফপি

স্প্যানিশ লা লিগায় রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে গেল জিনেদিন জিদানের দল। প্রতিপক্ষের মাঠে রবিবার রাতে লা লিগার ম্যাচটি ২-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। সার্জিও রামোসের গোলে দলটি এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন করিম বেনজেমা। সোসিয়েদাদের একমাত্র গোলটি মিকেল মেরিনোর।

৩০ ম্যাচে ১৯ জয় ও ৮ ড্রয়ে রিয়ালের পয়েন্ট ৬৫। বার্সেলোনার পয়েন্টও তাই; তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছে স্পেনের সফলতম ক্লাবটি।

খেলার ৪২ মিনিটে বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে একজনকে কাটিয়ে বুলেট গতির শট নেন ভিনিসিউস জুনিয়র। সোজাসুটি বলটি রুখে দেন স্বাগতিক গোলরক্ষক আলেক্স রেমিরো।

বিরতির পর পঞ্চম মিনিটে রামোসের সফল স্পট কিকে এগিয়ে যায় রিয়াল। মার্সেলোর দারুণ পাস ধরে দারুণ ক্ষিপ্রতায় বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন ভিনিসিউস। দুজনকে কাটিয়ে সামনে এগিয়ে শট নেওয়ার প্রচেষ্টায় থাকা এই ব্রাজিলিয়ানকে ডিফেন্ডার দিয়েগো লরেন্তে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

৭০ মিনিটে ডান দিক থেকে ফেদে ভালভেরদের ক্রসে কাঁধ দিয়ে নিয়ন্ত্রণে নিয়ে ডিফেন্ডারদের কাটিয়ে নিচু আলতো শটে গোলরক্ষককে পরাস্ত করেন বেনজেমা। আসরে ফরাসি ফরোয়ার্ডের এটি ১৭তম গোল।
শেষ দিকে ৮৩ মিনিটে দারুণ গোলে ব্যবধান কমান মেরিনো। ডান দিক থেকে সতীর্থের বাড়ানো উঁচু ক্রস ডি-বক্সে ধরে বুলেট গতির শটে গোলরক্ষক থিবো কোর্তোয়াকে পরাস্ত করেন এই স্প্যানিশ মিডফিল্ডার।

বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় শিরোপা স্বপ্নে জয়ের আনন্দে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোসরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *