শেয়ারবাজারে এক ঘণ্টায় লেনদেন ৩৫০ কোটি টাকা ছাড়াল

ডিএসই

দেশের শেয়ারবাজারে শেয়ারদর ও লেনদেন বৃদ্ধির ধারা অব্যাহত আছে। টানা ১১তম দিনে এসে রোববার লেনদেনের প্রথম ঘণ্টাতেই প্রধান শেয়ারবাজার ডিএসইর লেনদেন ৩৫০ কোটি টাকা ছাড়িয়েছে। যেখানে মাত্র দুই সপ্তাহ আগেও এ বাজারে লেনদেনের পুরো চার ঘণ্টায় ৩০০ কোটি টাকারও শেয়ার কেনাবেচা হতো না।

শুধু লেনদেন নয়, লেনদেন হওয়া ৭২ শতাংশেরও বেশি শেয়ারের বাজারদর বেড়েছে। তাতে এ বাজারের প্রধান সূচক ডিএসিইএক্স বেড়েছে ১০৪ পয়েন্ট বা ২ দশমিক ৩৯ শতাংশের বেশি। বেলা ১১টায় সূচকটির অবস্থান ছিল ৪৪৬৯ পয়েন্টে। লেনদেন, শেয়ারদর ও সূচক বৃদ্ধির এমন ধারা গত ৫ বছরে দেখা যায়নি।

দেশের দ্বিতীয় শেয়ারবাজার সিএসইতেও একই রকম চাঙ্গাভাব দেখা যাচ্ছে। প্রথম ঘণ্টার লেনদেন শেষে এ বাজারে ৫ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন হওয়া ১৬৭ শেয়ারের মধ্যে ১২৩টিই দর বেড়ে কেনাবেচা হতে দেখা গেছে। এতে এ বাজারের প্রধান সূচক সিএসসিএক্সও প্রায় ২ শতাংশ বেড়েছে।

সংশ্লিষ্টরা জানান, নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির শীর্ষ পদে রদবদলের পরই শেয়ারবাজারে এমন চাঙ্গাভাব ফিরে এসেছে। নতুন চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলামের নেতৃত্বাধীন কমিশন চেষ্টা করছেন নানা অনিয়ম দূর করে বাজারটিকে শক্ত কাঠামোর ওপর দাঁড় করানোর ।

ডিএসইর পরিচালক শাকিল রিজভী বলেন, নতুন কমিশন বাজারে সুশাসন ফিরিয়ে আনার কাজ করছে। মাত্র আড়াই মাসের দায়িত্ব পালনের সময় এমন কিছু পদক্ষেপ নিয়েছেন, তাতে বিনিয়োগকারীরা বিশ্বাস করছেন, এরা বাজারের অনিয়ম দূর করতে পারবে। কারসাজির কারণে কেউ ক্ষতিগ্রস্ত হবেন না- এমন বিশ্বাসও তাদের বেড়েছে। এ কারণে বিনিয়োগকারীরা নতুন করে বিনিয়োগে ফিরছেন। তাতে বাজারে গতি ফিরেছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *