সংকটের অজুহাতে দাম বৃদ্ধি, ছাড়ের অপেক্ষায় সীমান্তে পচছে দেশের কেনা পেঁয়াজ

দেশের বাজারে সংকটের অজুহাতে পেঁয়াজের দাম বাড়িয়ে ১২০ টাকা পর্যন্ত বিক্রি করছেন ব্যবসায়ীরা। অথচ দেশের কেনা পেঁয়াজ নষ্ট হচ্ছে সীমানার ওপারে।

পেঁয়াজ বোঝাই করে শুধু হিলি বন্দরের কাছেই সীমান্ত পার হবার অপেক্ষায় রয়েছে দেড়শতাধিক ট্রাক।

সোমবারে আটকে পড়া এসব ট্রাক গতকালও ছাড় করতে দিনভর হিলিতে অপেক্ষা করেন ব্যবসায়ীরা। তাঁরা বলছেন, ট্রাকে থেকে এসব পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে।

বাণিজ্য মন্ত্রণালয় বলছে, এসব ট্রাক ছেড়ে দিতে এরই মধ্যে ভারতের সরকারকে চিঠি দেওয়া হয়েছে। এ ছাড়া অন্যদেশ থেকে আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে। সেগুলো শিগগিরই দেশে এসে পৌঁছবে। তখন পেঁয়াজের সরবরাহ সমস্যা থাকবে না। দামও নেমে যাবে।

এরই মধ্যে অভিযান চালিয়ে বাজারে তৈরি হওয়া সিন্ডিকেট ভেঙে দাম কমিয়ে আনা হয়েছে। এ ছাড়া টিসিবির বিক্রিও বাজার স্বাভাবিক করতে সহায়তা করবে।

এদিকে পেঁয়াজ আমদানিতে শুল্ক ছাড় দিয়েছে এনবিআর। আর বাংলাদেশ ব্যাংক থেকে এলসি খোলার সুদ হার ৯ শতাংশ বেঁধে দেওয়া হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *