সন্তান কর্তৃক বিতাড়িত বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন মাশরাফি

বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের জেলা নড়াইলে এক বৃদ্ধাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন তাঁর দুই ছেলে। এ খবর শুক্রবার সন্ধায় পেয়ে নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা মায়ারানী নামে ওই বৃদ্ধাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন।

 

 

স্থানীয়রা জানান, ঐ বৃদ্ধার বয়স ৮৫ বছর। তিনি মৃত কালিপদ কুন্ডুর স্ত্রী। দুই ছেলের সাথে বসবাস করতেন নড়াইল শহরের মাছিমদিয়া এলাকায়। বড় ছেলের আশ্রয়ে থাকাকালীন দেড় বছর আগে ৫ শতাংশ জমি দেবকুণ্ডু লিখে নেন। পরে বড় ছেলে দেবকণ্ডু ও তার স্ত্রী বৃদ্ধার সাথে দুর্ব্যবহার করা শুরু করেন। একপর্যায়ে বাড়ি থেকে বিতাড়িত হন বৃদ্ধা। ছোট ছেলেও আশ্রয় না দিলে চিত্রানদীর পাড়ে সংরক্ষিত শিল্পী এসএম সুলতানের নৌকার নিচে কয়েকদিন হলো আশ্রয় নেন মায়ারানী।
ঘটনাটি শুক্রবার মাশরাফির কানে পৌঁছালে তার উদ্যোগে সুলতানের নৌকার নিচ থেকে মায়ারানীকে উদ্ধার করে সুচিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি করা হয়। বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ঐ বৃদ্ধার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *