সপ্তাহের শেষ দিনে ডিএসইর শেয়ারদর হ্রাস পেয়ে লেনদেন শেষ

সপ্তাহের

সপ্তাহের

সপ্তাহের শেষ কার্যদিবসে অধিকাংশ কোম্পানি এবং ফান্ডের শেয়ার ও ইউনিটের দরপতনের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। আগের দুদিনের মতো আজও ঊর্ধ্বমুখী প্রবণতায়  লেনদেন শুরুর ১৫ মিনিটের মধ্যে এর নিম্নমুখী প্রবণতা দেখা যায়।  পরবর্তীতে দুবার সূচক ঊর্ধ্বমুখী হলেও তা আর স্থায়ী হয়নি।

দিনশেষে ২৪ পয়েন্ট কমে সূচকের অবস্থান হয়েছে পাঁচ হাজার ৪৮৫ পয়েন্ট। লেনদেন শেষে দর কমেছে ২৩৪ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। পক্ষান্তরে ৩৪ প্রতিষ্ঠানের শেয়ারদর বৃদ্ধির পাশাপাশি অপরিবর্তিত ছিল ৮৩ প্রতিষ্ঠানের শেয়ারদর। দিনশেষে ডিএসইতে লেনদেন হতে দেখা যায় এক হাজার ৫৫ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের।

এদিকে আগের কার্যদিবসগুলোর মতো আজও বিনিয়োগে সতর্ক অবস্থানে দেখা গেছে বিনিয়োগকারীদের। খাতভিত্তিক বিনিয়োগে না গিয়ে তাদের কোম্পানির বিবেচনায় লেনদেন করতে দেখা যায়। সারাদিন বিনিয়োগকারীদের চাহিদায় সবার শীর্ষে ছিল ব্রিটিশ আমেরিকান টোব্যাকো। গতকাল ৩০০ শতাংশ নগদ ও ২০০ শতাংশ বোনাস শেয়ারের প্রস্তাব আসায় এ শেয়ারের প্রতি সবার আগ্রহ সৃষ্টি হয়।

এদিকে দরবৃদ্ধির দৌড়ে শেষ পর্যন্ত এগিয়ে  ছিল তৌফিকা ফুড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, গোল্ডেন সন, ঢাকা ডায়িং, রেকিট বেনকিজার, বেক্সিমকো, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ফ্যামিলি টেক্স, প্রাইম ব্যাংক, এশিয়া ইন্স্যুরেন্স, ডাচ্-বাংলা ব্যাংকসহ অল্প দরের আরও কিছু শেয়ার।

অন্যদিকে উল্লেখযোগ্য হারে দর কমতে দেখা যায় প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইস্টার্ন ইন্স্যুরেন্স, বিডি ল্যাম্পস, জিএসপি ফাইন্যান্স, অলটেক্স, ইউনিয়ন ক্যাপিটাল ও ইউনাইটেড ফাইন্যান্সের।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *