সাইবেরিয়াতে মাইনাস ৫০ ডিগ্রিতেও ক্লাস চলে স্কুলে

পৃথিবীর অন্যতম শীতপ্রধান দেশ সাইবেরিয়া। জীবন ধারণ করা এখানে মারাত্মক চ্যালেঞ্জিং। বিশ্বের সবচেয়ে শীতলতম স্কুল এখানকার ওমায়াকান শহরেই আছে। সেখানে তাপামাত্রা মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসে নামলেও ক্লাস চলে। তবে মাইনাস ৫২ ডিগ্রির নিচে তাপমাত্রা চলে গেলে ৭ থেকে ১০ বছর বয়সী বাচ্চাদের জন্য স্কুল বন্ধ থাকে।

মাইনাস ৫০ ডিগ্রি তাপমাত্রায় হাইপোথার্মিয়া হওয়ার ঝুঁকিও বেড়ে যায় এবং এখানে হাতে গ্লাভস না পরলে তুষারপাতের তীব্রতায় আঙুলের মারাত্মক ক্ষতি হতে পারে। ১৯৭৩ সালের জানুয়ারি মাসে একদিন এই শহরের তাপমাত্রা মাইনাস ৬৫ ডিগ্রি সেলসিয়াস এ চলে গিয়েছিল।

ওমায়াকান শহরের ইয়াকুতিয়ায় এই স্কুল তৈরি করা হয়েছিল জোসেফ স্তালিনের সময়ে। খারা তিমুল এবং বেরাগ গ্রাম থেকে শিশুুদের পড়াশোনার জন্য স্কুলে আসতে ১০ থেকে ১৮ মিনিট সময় লাগে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *