সাবমেরিন ক্যাবলে জটিলতায় ইন্টারনেটে ধীরগতি

ছবি: সংগৃহিত

দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের (সি-মি-উই-৫) জটিলতায় ইন্টারনেটের গতি কমে গেছে বলে জানিয়েছে সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)।

রবিবার (৯ আগষ্ট) সকাল ১১টার দিকে পটুয়াখালীতে সাবমেরিন ক্যাবল-২-এর ল্যান্ডিং স্টেশনের প্রায় তিন কিলোমিটার দূরে পাওয়ার ক্যাবল কাটা পড়ে। তারপর থেকে দেশে ইন্টারনেটের গতি অর্ধেকে নেমে গেছে।

বিএসসিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান বলেন, পটুয়াখালীতে দ্বিতীয় সাবমেরিন কেবলের (এসইএ-এমই-ডব্লিউই-৫) পাওয়ার সাপ্লাইয়ে সমস্যা হয়েছে। মেরামতের কাজ চলছে। আজকের মধ্যে সমাধান হবে বলে আশা করছি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *