সালমা খান রানু’র কবিতা : জল

একটু জলে উষ্ণতা দিলে উত্তাপে চামড়ার আস্তরে ফোসকা পড়ে –
শিশিরের জল মিলিয়ে যায় সূর্যের আগমনী গানে-
চাঁদের আলো পড়ে কুয়োর জলে, তবে কি এতোলবিতোল খেলা?
জলের উপর চাপিয়ে কিছু জলও চড়ে অন্যের উপর-
বৃষ্টি নামে বুকের মধ্যে, জলের নামে দিব্যি কাটে-
ভালোবাসায়, বিরহে, তিল পরিমাণ জল কি থাকে না –
জল জল আর জল-
কখনো নয়নজুড়ে-
কখনো রক্তক্ষরণ-
জলের পৃথিবীতে রাজধানী হলো সমুদ্দুর –
আষাঢ় নেমেছে, বৈশাখে আষাঢ়ের জল-
জলের বৃষ্টি পড়ে হৃদয়ে বারোমাস-
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *