৭০পিছ সোনার বারসহ আটক-২, প্রাইভেট কার জব্দ

যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত এলাকা থেকে ৭০পিছ সোনার বার ও একটি প্রাইভেটকার সহ দুই পাচারকারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। বুধবার সন্ধ্যায় এ সোনার চালান সহ তাদেরকে আটক করা হয়, জব্দকৃত সোনার ওজন ৮কেজি ১শ ৬৩গ্রাম। আটকৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের দেবেন মোড়লের ছেলে শরিফুল মোড়ল ও চাঁদপুর বটদেল গ্রামের রতন প্রধানের ছেলে আব্দুল হান্নান। এসময় এক পাচারকারী পালিয়ে যায় বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়। খুলনা সেক্টর কমান্ডার মামুনুর রশিদ জানান, ভারতে সোনা পাচার হবে, এমন গোপন সংবাদের ভিত্তিতে শার্শার পাঁচ কায়বা এলাকা থেকে ২১বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল তানভির রহমানের নের্তৃত্বে অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা একটি প্রাইভেটকার জব্দ সহ দুইজন চোরাকারবারিকে গ্রেফতার করে। পরে প্রাইভেটকারের ষ্টিয়ারিংয়ের সামনে মিটারবক্সের মধ্য থেকে বিশেষ কায়দায় কসটেপে মোড়ানো লুকানো অবস্থায় সোনার বারগুলো উদ্ধার করা হয়। আটক সোনার মুল্য ৬কোটি ৫২লাখ টাকা বলে জানান বিজিবি ওই কর্মকর্তা।

 

মর্নিং নিউজ/আই/শাশি

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *