স্বাস্থ্যবিধি অমান্য করায় গণপরিবহনের চালক-যাত্রীদের অর্থদণ্ড

ছবি: সংগৃহিত

চট্টগ্রাম স্বাস্থ্যবিধি অমান্য করায়  মহানগরের কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে গণপরিবহনের ২০ চালক-যাত্রীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৩ জুলাই) সকালে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুকের নেতৃত্বে নগরের জিইসি এবং ওয়াসা মোড়ে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই অর্থদণ্ড দেন।

ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক জানান, কয়েকটি গণপরিবহনে সুরক্ষা সামগ্রী- হ্যান্ড স্যানিটাইজার ছিলো না। চালক, সহকারী, যাত্রীরাও মুখে মাস্ক পরা অবস্থায় ছিলেন না। প্রতি দুই সিটে একজন বসার কথা থাকলেও কয়েকটি বাসে তা মানা হয়নি।

তিনি আরও বলেন, কয়েকটি বাসে শুধু পানি দিয়ে স্যানিটাইজ করা হচ্ছিলো। যা যাত্রীদের সঙ্গে প্রতারণার শামিল। স্বাস্থ্যবিধি পালনে অবজ্ঞা করে স্যানিটাইজার না রাখা, নকল হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, পানি দিয়ে স্যানিটাইজ করা ও অতিরিক্ত যাত্রী পরিবহনের দায়ে ১০ গণপরিবহন চালককে অর্থদণ্ড করা হয়।

আরও পড়ুন: সুবর্ণচরে বিয়ের কাবিন নিয়ে কাজীর প্রতারণা; বিচারের দাবিতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন পিতা হারা নারী

এছাড়া ব্যক্তিগত নোহা গাড়ি ও সিএনজিতে বেশি যাত্রী থাকায় চালক ও যাত্রীসহ আরও ১০ জনকে ভ্রাম্যমাণ আদালত অর্থদণ্ড প্রদান করেন বলে জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *