স্বেচ্ছাশ্রমে নির্মিত বাঁধে বৃক্ষরোপন, গাছের যত্ন নিতে জেলা প্রশাসকের আহবান

শুধু গাছ লাগালে হবে না, লাগানো গাছের যত্ন নিতে হবে। বেশি বেশি গাছের চারা লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় সকলকে এগিয়ে আসারও আহবান জানান লালমনিরহাটের জেলা প্রশাসক মোঃ আবু জাফর।

১৯ সেপ্টেম্বর ( শনিবার) দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের স্থানীয় জনগণের স্বেচ্ছাশ্রমে নির্মিত – জামিরবাড়ি বাঁধে এক হাজার বিভিন্ন ফলজ, বনজ গাছের চারা রোপনকালে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, বেশি গাছ লাগিয়ে বন্যার মত দূর্যোগ মোকাবেলা করতে হবে। এ ছাড়াও তিনি স্থানীয় চেয়ারম্যান মেম্বারদের বাল্যবিবাহ, জুয়া, মাদক সহ সামাজিক অপরাধ নির্মুলে সক্রিয় ভুমিকা পালনের আহবানও জানান।

এসময় জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) রফিকুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহাঙ্গীর হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ, ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহাদুল হোসেন চৌধুরী ও স্থানীয় ইউপি সদস্য প্রমুখ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *