২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ২৬৯৫, মৃত্যু ৩৭

দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৭৪৬ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৯৫ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫৫ হাজার ১৪০ জন।

বুধবার (৩ জুন) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

অতিরিক্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৫১০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ২ হাজার ৬৯৫ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫৫ হাজার ১৪০ জন। গত ২৪ ঘণ্টায় ৩৭ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৭৪৬ জনের মৃত্যু হয়েছে।

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৪৭০ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১১ হাজার ৫৯০ জন।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৬৩ লাখ ৭৭ হাজার ৫৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩ লাখ ৮০ হাজার ২০৫ জন। বিপরীতে সেরে উঠেছেন ৩০ লাখ ৭৭ হাজার ৬২৩ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৭৪৬ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৫৫ হাজার ১৪০ জন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *