৪০ জন বিচারক করোনায় আক্রান্ত

বঙ্গবন্ধুর ম্যুরাল
সুপ্রিম কোর্ট। ছবি: সংগৃহিত

দিনে দিনে বিচার বিভাগে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। গত চারদিনের ব্যবধানে করোনা আক্রান্ত বিচারকের সংখ্যা ৩৭ জন থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে।

শুক্রবার (৩ জুলাই) সুপ্রিম কোর্টের  মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য  জানান।

সাইফুর রহমান বলেন,আজ ৩ জুলাই পর্যন্ত সারাদেশের অধস্তন আদালতের ৪০ জন বিচারক, সুপ্রিম কোর্টের ৪৫ জন কর্মচারি এবং অধস্তন আদালতের ১৩৬ জন কর্মচারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত বিচারকগণের মধ্যে ১ জন মৃত্যুবরন করেছেন, ১ জন হাসপাতালে চিকিৎসাধীন এবং ইতিমধ্যে ১৭ জন সুস্থ হয়েছেন। বাকী ২১ জন বিচারক নিজ বাসায় চিকিৎসা  গ্রহন করছেন।

গত ২২ মে সর্বপ্রথম   নেত্রকোনার জেলা ও দায়রা জজ  শাহাজাহান কবির এবং মুন্সীগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট  বেগম রোকেয়া রহমান করোনাভাইরাসে আক্রান্ত হন । বর্তমানে তারা সুস্থ হয়েছেন।

আরও পড়ুন: বানভাসিদের সব হারানোর শোক বাড়িয়ে দিচ্ছে বিনোদন প্রেমীদের উচ্ছ্বাস

এর আগে  গত ২৯ ‍জুন  সারাদেশে  অধস্তন আদালতের ৩৭ জন বিচারক, সুপ্রিম কোর্টের  ৩৮ জন কর্মচারি এবং অধস্তন আদালতের ১০১ জন কর্মচারি করোনা আক্রান্ত  হওয়ার কথা জানানো হয়েছিল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *