৯৩তম অস্কার আসরে ভারতের প্রতিনিধিত্ব করবে মালয়ালম ছবি ‘জাল্লিকাট্টু

বলিউডকে পিছনে ফেলে ৯৩তম অস্কার আসরে ভারতের প্রতিনিধিত্ব করবে মালয়ালম ছবি ‘জাল্লিকাট্টু।

ভারতের স্থানীয় অস্কার কমিটি বুধবার মালয়ালম এই ছবিটিই চূড়ান্ত করেছে।

লিজো জোশের পরিচালনায় ‘জাল্লিকাট্টু’ সমালোচকের দৃষ্টিতে চলতি বছরের অন্যতম সেরা ছবিটির একটি।

 

হরিশের লেখা ছোটগল্প ‘মাওইস্ট’ অবলম্বনে তৈরি এই ছবির কাহিনি। এতে অভিনয় করেছেন অ্যান্টনি ভারগেসে, চেমবান বিনোদ জোসে, সভুমন আবদুসমাদসহ অনান্যরা।

এবছর অস্কার মনোনয়নের দৌড়ে ছিল ২৬টি ছবি। যেখান থেকে মনোনীত হলো ‘জাল্লিকাট্টু’।

তামিলনাড়ুর বিতর্কিত ষাঁড়কে কাবু করবার প্রথা জাল্লিকাট্টু রয়েছে ছবিটির কেন্দ্রবিন্দুতে। ‘মানুষ এবং পশুর মধ্যেকার বিভেদ রেখা যে ক্রমেই মুছে যাচ্ছে’- সেই কাহিনি ধরা পড়ে এই ছবিতে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *