ইউরোপের দেশগুলোর সাথে সীমান্ত খুলতে চায় জার্মানি

শ্রাবণ রহমান,হামবুর্গ , জার্মানি: আগামী ১৫ জুনের মধ্যে ইউরোপের দেশগুলোর সঙ্গে সীমান্ত খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে চলেছে জার্মানি৷ ইটালির পররাষ্ট্রমন্ত্রী মনে করেনসিদ্ধান্ত চূড়ান্ত হলে সেই দিনটি হবে ইউরোপের পর্যটন শিল্পের ‘ডি টাগ’ (ইংরেজিতে দ্যা ডে)

১৯৪৪ সালের ৬ জুন হিটলারের নাৎসি বাহিনীর বিরুদ্ধে একযোগে হামলা চালিয়েছিল মিত্রবাহিনী৷ ইতিহাসে এই  দিনটি ‘ডি টাগ’ হিসেবে পরিচিত৷

মঙ্গলবার এক সাক্ষাৎকারে ইটালির পররাষ্ট্রমন্ত্রী লুইজি ডি মাইয়ো বলেছেন, ১৫ জুন থেকে জার্মানি ইউরোপের ৩১ টি দেশের সঙ্গে সীমান্ত পুনরায় খুলে  দিলে দিনটি ইউরোপের পর্যটন শিল্পের জন্য ‘ডি টাগ ‘-র মতোই হবে৷

করোনা সংকট কিছুটা নিয়ন্ত্রণে আসায় ইউরোপের অনেক দেশ সীমান্ত খুলে দেয়া এবং ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা ভাবছে৷ মানুষের জীবনযাত্রার মান এবং আর্থিক অবস্থার বিষয়টি বিবেচনাধীন রেখেই ইউ ভুক্ত দেশ গুলো এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে।

আগামী ৩ জুন থেকে সীমান্ত খুলতে চায় ইটালি৷ স্পেন আপাতত ১ জুলাই থেকে সীমান্ত খোলার কথা ভাবছে৷

গত ১৭ মার্চ ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে ইউরোপের দেশগুলোর সঙ্গে সীমান্ত বন্ধ করে দেয় জার্মানি৷ শুরু হয় আংশিক লকডাউন৷ করোনা পরিস্থিতির উন্নতির কারণে লকডাউন শিথিল করা হচ্ছে৷এবার ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৬ টি এবং শেঞ্জেনভুক্ত আরও  ৪টি (আইসল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড ও লিচেস্টাইন) মিলিয়ে মোট ৩০ টি দেশের মধ্যে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে জার্মানির মন্ত্রিপরিষদ৷ এ নিয়ে ভোট হবে আগামী বুধবার। বুধবারের এ ভোট শেষে জানা যাবে জার্মানি ১৫ জুন থেকেই সীমান্ত খুলে দেবে কিনা৷

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *