আগামী জুন পর্যন্ত বিদ্যুৎ বিলের বিলম্ব ফি দিতে হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
নসরুল হামিদ বিপু বলেন, একটা সিদ্ধান্ত হয়েছিল, যারা বিদ্যুৎ বিল দিতে পারেননি, তারা বিলম্ব ফি ছাড়া মে মাসে দিতে পারবেন। তবে জুনেও সেটা তারা দিতে পারবেন। অর্থাৎ মাশুল মওকুফ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এবারের বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রায় ২৬ হাজার কোটি টাকা বরাদ্দ থাকছে উল্লেখ করে তিনি বলেন, এরমধ্যে ২৪ হাজার কোটি টাকা বিদ্যুতে আর ২ হাজার কোটি জ্বালানিতে বরাদ্দ থাকছে।
বিদ্যুৎ খাতে সঞ্চালন লাইনকে গুরুত্ব ও জ্বালানিতে গ্যাস অনুসন্ধানকে গুরুত্ব দেয়া হবে বলেও জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী।