অতি বৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কা ; নানিয়ারচরে প্রশাসনের জনসচেতনতামূলক মাইকিং

পাহাড় ধসের আশংকায় নানিয়ারচরে প্রশাসনের মাইকিং। ছবি: মর্নিং নিউজ বিডি

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় ঝুঁকিপূর্ণ  এলাকাসমুহে অতি বৃষ্টি, ভারী বর্ষণে প্রাকৃতিক দুর্যোগ ও পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। নানিয়ারচর উপজেলার পক্ষ থেকে জনগণকে সতর্ককরণের জন্যে মাইকিং এর মাধ্যমে সচেতনতামূলক নির্দেশনা প্রদান করা হয়েছে।

অন্যান্য বছরের মত এ বছরও অতি বৃষ্টিতে পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে যার কারনে পাহাড়ের চূড়ায় বসবাসরত সকলকে সচেতন করার লক্ষে বুধবার (১৭ জুন) সকাল ১০টায় নানিয়ারচর উপজেলার ঝুকিপূর্ণ এলাকাসমুহে উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান (তিন্নি) এর আদেশক্রমে বৈরী আবহাওয়ায় অতি বৃষ্টি, ভারী বর্ষণে প্রাকৃতিক দুর্যোগ ও পাহাড় ধসের সম্ভাবনায় নানিয়ারচর উপজেলার জনগণ কে সতর্ককরণের লক্ষ্যে মাইকিং করে সচেতনতামূলক নির্দেশনা প্রদান করা হয়।

এ সময়ে অতি বৃষ্টি, ভারী বর্ষণে প্রাকৃতিক দুর্যোগ ও পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে বিধায় পাহাড়ের পাদদেশে ও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী সকলকে নিকটবর্তী ওয়ার্ডের আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহবান জানানো হয়।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *