কক্সবাজারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯ হাজার ৬৩৭ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ১৫।
২৭ মে বুধবার সদরের উত্তর মহুরীপাড়া পূর্ব লিংকরোড, রাবার ড্রাম রাস্তাস্থ এলাকায় এই অভিযান চালানো হয়।
আটক ইয়াবা কারবারী সদরের বাহারছড়া এলাকার মো. তালেবের পুত্র মো. আজাদ (২৫)।
র্যাব জানায়, কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার সদরের উত্তর মহুরীপাড়া পূর্ব লিংকরোডে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯ হাজার ৬৩৭ পিস ইয়াবাসহ সদরের বাহারছড়া এলাকার মোঃ তালেবের পুত্র মো. আজাদ (২৫) কে আটক করা হয়। এইসময় উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৪৮ লাখ ১৮৫০০ টাকা।
র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী সত্যতা নিশ্চিত করে বলেন, আটক আসামী ও উদ্ধারকৃত ইয়াবা কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, আসামী দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছিলো।