করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক (এসআই) ইকরামুল ইসলাম করোনায় আক্রান্ত ছিলেন। নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ এসেছে তাঁর।
শনিবার (৬ জুন) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে পাওয়া তথ্যে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা।
তিনি মর্নিং নিউজ বিডিকে বলেন, জ্বর নিয়ে ইকরামের মৃত্যুর পর আমরা তাঁর নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠায়। রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে তার নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ এসেছে বলে জানানো হয়েছে।
ইকরামের মৃত্যুর পর থানার ২৪ জন পুলিশ কর্মকর্তার নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে যার প্রতিবেদন এখনও পাওয়া যায়নি বলে জানান এই পুলিশ অফিসার।
উল্লেখ্য, শনিবার সকালে সীতাকুণ্ড পৌর এলাকার উত্তর বাজারের ভাড়া বাসায় মারা যান কুমিল্লার ছেলে এসআই ইকরামুল ইসলাম।