করোনায় আক্রান্ত বিএনপি নেতা আবু সুফিয়ান


এবার করোনায় আক্রান্ত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহব্বায়ক ও নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান ও তার পরিবার।
গতকাল শনিবার (৬ জুন) রাত একটায় তিনি নমুনা পরীক্ষার রিপোর্ট পান। একই সঙ্গে তার স্ত্রী নুর তাজ বেগম, ছেলে ব্যারিস্টার তানজিরুল ইসলাম ও গাড়িচালক মনছুর আলমও করোনায় আক্রান্ত হয়েছেন।
আক্রান্তের সংবাদ নিশ্চিত করে আবু সুফিয়ান বলেন, “ঈদের দিন রাতে তার জ্বর এসেছিল। পরে আমার স্ত্রী, ছেলে এবং গাড়ি চালকের জ্বর আসে। পরবর্তীতে গত ২ জুন পরীক্ষার জন্য নমুনা দিই। শনিবার রাতে দেওয়া ফলাফলে নিশ্চিত হয় যে আমরা করোনায় আক্রান্ত। আমরা ভাল আছি। সকলেই বাসায় আইসোলেশনে আছি।”
উল্লেখ্য যে, রিপোর্ট পজিটিভ আসার পর আবু সুফিয়ান এর বাড়ি লকডাউন করেছে পুলিশ।