চট্টগ্রাম-৮ আসনের (চান্দগাঁও-বোয়ালখালী) সাংসদ মোছলেম উদ্দিন আহমদ ও তাঁর পরিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁর পরিবারের মোট ১০ জন সদস্যের রিপোর্ট কোভিড-১৯ পজিটিভ এসেছে।
বুধবার (১০ জুন) রাতে জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত করোনা পরীক্ষার রিপোর্টে এই মুক্তিযোদ্ধা, প্রবীণ রাজনীতিবিদ ও তাঁর পরিবারের সদস্যদের শরীরে করোনা শনাক্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। মোছলেম উদ্দিন ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যরা ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করা এই সংসদ সদস্যের পরিবারের করোনা আক্রান্ত অন্য সদস্যরা হলেন- তাঁর স্ত্রী শিরিন আহমেদ (৫৮), কাজী শারমিন সুমি (৪৩), ফারহানা ইমন (৩৬) , আরিফুল ইসলাম (৩২), আবিয়াস ইসলাম (১৮), আইমান ইসলাম (১৮), জেসমিন (১৫), তাসলিমা (১৩) নামির ইসলাম ফাহাদ (৮)।
উল্লেখ্য, এ নিয়ে চট্টগ্রামের দ্বিতীয় কোন সাংসদ ও তার পরিবারের সদস্যদের মাঝে করোনাভাইরাস শনাক্ত হলো। এর আগে বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চট্টগ্রামের প্রথম সাংসদ হিসেবে পরিবারের ১১ সদস্যকে সাথে নিয়ে করোনায় আক্রান্ত হন।