করোনা উপসর্গ নিয়ে ইয়াছির আলী নামে নাটোরের এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে তার মৃত্যু হয়।
মঙ্গলবার (১৬ জুন) তার ভায়রা লালপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খালিদ হোসেন সরল বিষয়টি নিশ্চিত করেছেন।
শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে ১৪ জুন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন ইয়াছির আলী।এর আগে গত ১১ জুন নমুনা প্রদান করেন তিনি।
ইয়াছির আলীর বাড়ি লালপুর উপজেলার গোপালপুর বাজার এলাকায়।গত ৪ জুন ১০ দিনের ছুটিতে বাড়ি আসার পর অসুস্থ্য হয়ে পড়েন তিনি।এর পর ১১ জুন নমুনা প্রদান করেন।এ অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।ফলাফল আসার আগেই আজ মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ইয়াছিরের।
লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম জানান,স্বাস্থ্য বিধি অনুসরণ করে ইয়াছিরকে দাফনের সকল প্রস্তুতি তারা গ্রহণ করেছেন।