খুলনা-মোংলা মহাসড়কের জাবুসা চৌরাস্তার মোড়ে পরিবহণের ধাক্কায় নুর হোসেন ফয়সাল (২৭) নামের একজন বিদ্যুৎ-কর্মচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে জাবুসা চৌরাস্তা মোড়ের মেসার্স গাজী সোবহান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল রুপসার তিলক গ্রামের মান্নান মাস্টারের পুত্র।
কাটাখালী হাইওয়ে থানা পুলিশের উপ-পুলিশ পরির্দক (এসআই) মো: শাহ আলম প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, ওই ব্যক্তি সাচিবুনিয়া বিদ্যুৎকেন্দ্রের কর্মচারী। সেই সুবাদে তিনি নিজ বাড়ি থেকে মোটরসাইকেল-যোগে অফিসের কাজে যাচ্ছিলেন। হঠাৎ পেট্রোল পাম্পে তেল নেওয়ার জন্য মোড় নিলে পিছন থেকে একটি পরিবহণ তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।