পলিকন ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক কারখানায় তিন মাসের বকেয়া বেতন প্রদানের দাবিতে বিক্ষোভ করেছেন কারাখানার শ্রমিকেরা। আজ (বৃহস্পতিবার) সকালে গাজীপুরের কোনাবাড়ীতে কারখানায় এসে বেতন দাবি করলে কর্তৃপক্ষ বেতন দিতে অস্বীকৃতি জানায়।
এতে শ্রমিকেরা ক্ষিপ্ত হয়ে কর্মবিরতি ঘোষণা করেন এবং কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
দুই ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলে শ্রমিকদের বেতন প্রদানের প্রতিশ্রুতি দিলে তারা সড়ক ছেড়ে চলে যান।
কোনাবাড়ী থানা উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, কর্তৃপক্ষ বেতন প্রদানের নিশ্চয়তা দেয়ার পর পর শ্রমিকেরা আন্দোলন তুলে নিয়েছেন।