চট্টগ্রামে চালের বৃহত্তম পাইকারি বাজার চাক্তাইয়ে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মূল্যতালিকা না রাখায় দুইটি আড়তকে জরিমানা করা হয়।
রোববার (২১ জুন) দুপুরে চাক্তাই বাজারের চালপট্টিতে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক।
অভিযানে আড়তের সামনে মূল্যতালিকা না রাখার দায়ে মেসার্স আফসার অ্যান্ড ব্রাদার্স এবং মাসুদ অ্যান্ড ব্রাদার্সকে ৫ হাজার করে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় বলে জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ম্যাজিস্ট্রেট উমর ফারুক মর্নিং নিউজ বিডিকে জানান, ‘করোনা প্রকোপের সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী চাল নিয়ে কারসাজি করছে- এমন সংবাদের ভিত্তিতে আড়তে অভিযান পরিচালনা করা হয়। তবে চট্টগ্রামে চালের আড়তে দাম নিয়ে কারসাজির প্রমাণ আমরা পাইনি। তবে উত্তরবঙ্গ, রাজশাহী, না’গঞ্জ ও আশুগঞ্জের কিছু মিল মালিক চালের দাম বাড়তি রাখছেন বলে ব্যবসায়ীরা আমাদের জানিয়েছেন। কারসাজির মাধ্যমে চালের দাম বাড়ালে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ডিসি স্যার।’
চালের বাজার মনিটরিং করতে ভ্রাম্যমান আদালত আড়তে নিয়মিত অভিযান পরিচালনা করবে বলে জানায় নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক।