করোনাভাইরাসের কারণে জার্মানিতে দ্বিতীয় বারের মতো লকডাউন বৃদ্ধি করা হয়েছে। দেশটিতে আগামী ৫ জুন পর্যন্ত চলাচল এবং ব্যবসার ওপর লকডাউনের কড়াকড়ি বজায় থাকবে।
বুধবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনার পর দেশটির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল এ সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়াও জার্মানিতে করোনা মহামারির প্রথম পর্যায়ের সমাপ্ত ঘোষণা করেছেন তিনি।
চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বলেন, আমরা এখন বলতে পারি মহামারিটির প্রথম পর্যায় আমরা পেরিয়ে গেছি। তবে আমাদের সর্বদা সচেতন থাকতে হবে এবং ভাইরাসের প্রতি আমাদের কঠোর নজর রাখাতে হবে।
তিনি বলেন, মানুষ এতদিন বিধিনিয়ম মেনে চলায় তার সুফল পাওয়া যাচ্ছে। ভবিষ্যতেও মানুষের আচরণের ওপর বর্তমান সংকটের গতিপ্রকৃতি নির্ভর করবে।
জার্মানিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৯০১ জন। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৫৭৫ জন। এছাড়া সুস্থ হয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৪০০ জন।