করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে পোশাক কারখানার কাজ ৫৫ শতাংশ কমেছে৷ এ অবস্থার কারণে জুন মাস থেকেই শ্রমিকদের ছাঁটাই করা হবে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক।
তিনি জানান, এটি অনাকাঙ্ক্ষিত বাস্তবতা, কিন্তু কিছু করার নেই। তবে ছাঁটাইকৃত শ্রমিকদের জন্য কী করা হবে এ বিষয়ে সরকারের সাথে কথা বলছেন বলে জানিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার (৪ জুন) পোশাক শ্রমিকদের করোনাভাইরাস পরীক্ষার জন্য স্থাপিত ল্যাব উদ্বোধন উপলক্ষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।
উল্লেখ্য, এ পর্যন্ত ২৬৪ জন পোশাক-শ্রমিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেনে বলে জানিয়েছেন ড. রুবানা হক।