ঝিনাইদহে করোনায় ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নতুন করে আক্রান্ত হয়েছে ১৪১ জন।
শুক্রবার (৯ জুলাই) ঝিনাইদহ সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, শুক্রবার সকালে কুষ্টিয়া ও ঝিনাইদহ ল্যাব থেকে ৪৪২ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এর মধ্যে ১৪১ জনের করোনা পজেটিভ এসেছে।
ঝিনাইদহ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মিথিলা ইসলাম জানান, বর্তমানে ১৬১ জন করোনা পজেটিভ রোগী হাসপাতালে ভর্তি রয়েছে।
আরও পড়ুন: করোনায় মৃত্যুর মিছিলে যুক্ত হলো একদিনে সর্বোচ্চ ২১২ জন
করোনা ভাইরাস শনাক্তের হার এরুপ বৃদ্ধিতে ঝিনাইদহ সদর হাসপাতালের কর্তব্যরত সম্মুখসারির করোনা যোদ্ধা ডাঃ জাকির হোসেন এক বিবৃতিতে বলেন “ঝিনাইদহে করোনায় মৃত্যুর মিছিল। আসুন আজ জুম্মার দিনে আমরা সবাই আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করি”।