দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন-৮২, ঝিনাইদহ-২ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী মোঃ নাসের শাহরিয়ার জাহেদী মহুলের পক্ষ থেকে বিজয় মিষ্টি উৎসবের আয়োজন করা হয়। সোমবার বিকালে ঝিনাইদহ পৌর এলাকার উজির আলি স্কুল মাঠে এ মিষ্টি উৎসবের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের(সদর, হরিনাকুন্ডু) বিভিন্ন স্থান থেকে আগত নেতাকর্মীরা।
বিজয় মিষ্টি উৎসবে শুভেচ্ছা বক্তব্য রাখেন ঈগল প্রতীকের বিজয়ী প্রার্থী মোঃ নাসের শাহরিয়ার জাহেদী মহুল। শুভেচ্ছা বক্তব্যে মোঃ নাসের শাহরিয়ার জাহেদী মহুল তার ঈগল পাখি মার্কায় ভোট দেওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। আগামী ৫বছর সকলের পাশে থেকে সেবা করার আশ্বাস দেন। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে মিষ্টি বিতরণ করা হয়। নানা শ্রেণী পেশার নানা বয়সী মানুষ মিষ্টি মুখ করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ আসনে ১১জন প্রার্থী সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করেন। এই আসনে ১৩৬৭৭৮ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী মোঃ নাসের শাহরিয়ার মহুল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে পেয়েছেন ১১৬২০৭ভোট।