পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুকুরের পানিতে ডুবে লামিয়া আক্তার নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে তেঁতুলিয়া ইউনিয়নের বিড়ালিজোত এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত লামিয়া ওই এলাকার দুলাল হোসেনের মেয়ে।
স্থানীয়রা জানায়, দুপুরে খেলার সময় সবার অগোচরে লামিয়া বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়।
তাকে না পেয়ে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর পুকুরের পানিতে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম পানিতে ডুবে লামিয়া নামে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।