বাংলাদেশের জন্য অনেক বড় শ্রমবাজার সৌদি আরবে জ্বালানি তেলের মূল্য আরেক দফা কমেছে। নতুন এই মূল্য আজ সোমবার (১১ মে) থেকে কার্যকর হবে। বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারীর কারণে তেলের বিক্রি অস্বাভাবিক হারে কমে গিয়েছে, এরফলে পাল্লা দিয়ে কমছে দাম। অর্থনীতি টিকিয়ে রাখতে বাড়ানো হচ্ছে মূল্য সংযোজন কর। ডিবিসির প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
গত মাসের তুলনায় তেলের দাম নেমেছে ৫০ শতাংশে। সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রতি লিটার ৯১ পেট্রোল এর দাম এখন ০.৬৭ পয়সা (হালালা) এবং প্রতি লিটার ৯৫ অকটেন এর দাম এখন ০.৮৬ পয়সা (হালালা); যা গতকাল পর্যন্ত ছিল যথাক্রমে ১.১৩ ও ১.৪৭ সৌদি রিয়াল প্রতি লিটার।
এর আগে গত ২১ এপ্রিল আমেরিকায় তেলের দাম ডলারের নীচে নেমে এসেছিল। অর্থাৎ ইতিহাসে প্রথমবারের মতো জ্বালানী তেল বা ফুয়েলের দাম নেমে যায়। যার কারণে ইতিমধ্যেই জ্বালানী তেল উৎপাদনকারি দেশগুলো তেল উত্তোলনের পরিমাণ কমিয়ে আনার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে এবং প্রতিদিন প্রায় ১ কোটি ব্যারেল তেল কম উত্তোলন করার ব্যাপারে একমত হয় সব দেশ।
এদিকে করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনীতি মজবুত রাখতে নতুন কিছু সিদ্ধান্তের কথা জানিয়েছে দেশটির অর্থমন্ত্রী। এরমধ্যে রয়েছে মূল্য সংযোজন কর (ভ্যাট) বৃদ্ধি যা ৫% থেকে বাড়িয়ে ১৫% করা হয়েছে। জুলাই ২০২০ থেকে কার্যকর হবে। তাছাড়া, সরকারি কর্মচারীদের কিছু সুবিধা কমানো এবং অন্য কিছু প্রকল্পে অর্থায়ন কমিয়ে আনা হবে বলে জানান তিনি।
প্রসঙ্গত সৌদি আরবে প্রতি মাসেই তেলের দাম আন্তর্জাতিক বাজারের সাথে সংগতি রেখে পরিবর্তিত হয়ে আসলেও এই প্রথম মূল্য সংযোজন কর বৃদ্ধি পাচ্ছে অস্বাভাবিক হারে।