জিম্বাবুয়ে এবং শ্রীলংকার দ্বিপাক্ষিক সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলংকা ২উইকেটের জয় তুলে নেয়। প্রথম ওয়ানডে ম্যাচটা ভেসে গিয়েছিল বৃষ্টিতে। শনিবারের ম্যাচে জিম্বাবুয়ে রান তাড়া শুরু করার পর খেলা হতে পেরেছিল মাত্র ৪ওভার। দুদিন পর, আজ সোমবার শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও প্রথমে হানা দিয়েছিল বৃষ্টি। শ্রীলঙ্কা রান তাড়া শুরুর পর ১৩ওভার শেষে এল বৃষ্টি। তবে ম্যাচ শেষ করাতে আজ কলম্বোয় সেটি বাধা হয়নি। বৃষ্টি-বিরতির পর খেলা হয় পুরো ৫০ওভারই। আর তাতে জমজমাট এক লড়াই এর উপহার পেলেন দর্শকেরা। এই লড়াইয়ে ১ওভার হাতে রেখে ২উইকেটে জিতে তিন ম্যাচ সিরিজে ১-০ব্যবধানে এগিয়ে গেছে শ্রীলঙ্কা। জিম্বাবিয়ান অধিনায়ক ক্রেগ আরভিন ৮২রানের এক ঝলমলে ইনিংস খেললেও মাত্র ৪৪.৪ওভারে অলআউট ২০৮রান করে। ৩৭তম ওভারে আরভিন যখন উইকেট থেকে ফিরলেন, জিম্বাবুয়ের স্কোর তখন ১৮২/৫। সেই দলই এরপর যোগ করতে পারে আর মাত্র ২৬রান। শ্রীলঙ্কার হয়ে মোট ৩১রানে ৪উইকেট নেন অফ স্পিনার মহীশ তিকশানা। এ ছাড়া দুটি করে উইকেট পেয়েছেন পেসার দুষ্মন্ত চামিরা (২/৪৪) এবং লেগ স্পিনার জেফরি ভ্যান্ডারসে (২/৪৭)। এই ত্রয়ী পরে দলের জয়ে অবদান রেখেছেন ব্যাট হাতেও। রান তাড়ায় ১১২রান তুলতেই ৬উইকেট হারিয়ে ফেলে স্বাগতিক শ্রীলঙ্কা। এরপর তিকশানাকে নিয়ে ৫৬রানের জুটি লিয়ানাগের। তিকশানা ১৮রান করে আউট হন ও ঠিক পরের ওভারে ফিরে যান লিয়ানাগে। মাত্রই দ্বিতীয় ওয়ানডেতে খেলা লিয়ানাগে খেলেছেন ১২৭বলে ৯৫রানের এক দুর্দান্ত লড়াকু ইনিংস।লিয়ানাগে ফেরার পর ২উইকেট হাতে থাকা শ্রীলঙ্কা দলের দরকার ছিল আরও ৩৭রান। ভ্যান্ডারসেকে নিয়ে বাকি পথটা পাড়ি দিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন চামিরা। চামিরা ১৮রানে ও ভ্যান্ডারসে অপরাজিত ছিলেন ১৯রানে।
Related Posts
ফিফা বর্ষসেরা রবার্ট লেভানদোস্কি
ফিফা বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন রবার্ট লেভানদোস্কি। সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে বৃহস্পতিবার ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ ভার্চুয়াল অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। ২০১৯-২০ মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ক্যারিয়ারে প্রথমবার ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ হলেন বায়ার্ন মিউনিখের এই ফরোয়ার্ড। গত বছরের ২০ জুলাই থেকে […]
ফিরেই জয়ের নায়ক ক্যাসেমিরো; রিয়াল ফিরল শীর্ষস্থানে
এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেই জয়ের নায়ক হয়ে গেলেন ক্যাসেমিরো। প্রতিপক্ষের মাঠে রোববার রাতে লা লিগার ম্যাচে এই ব্রাজিলিয়ান ডিফেন্সিভ-মিডফিল্ডারের একমাত্র গোলে জিতেছে রিয়াল। করোনাভাইরাসে অনাকাঙ্খিত বিরতির পর ‘নতুন রূপে’ ফেরা লিগে এই নিয়ে পাঁচ ম্যাচ খেলে সবকটিতে জিতল রিয়াল। ৩২ ম্যাচে ২১ জয় ও আট ড্রয়ে তাদের পয়েন্ট ৭১। দুইয়ে নেমে যাওয়া বার্সেলোনার […]
বিগ ব্যাশে খেলতে পারবেন না সাকিব
টি-টোয়েন্টি লিগগুলোর মধ্যে অন্যতম একটি বিগ ব্যাশ। যেখানে ২০১৩-১৪ মৌসুম থেকে বিভিন্ন দলের হয়ে খেলছেন সাকিব আল হাসান। আগামী আসরে খেলার ইচ্ছা থাকলেও খেলার সুযোগ পাচ্ছেন না তিনি। একটি ফ্র্যাঞ্চাইজি সাকিবকে দলে ভেড়াতে চাইলেও, নিষেধাজ্ঞার ঘটনায় তাকে নিতে রাজি হয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এমন তথ্য জানিয়েছে, ডেইলি টেলিগ্রাফ। ভারতীয় জুয়াড়ির প্রস্তাব পেয়ে তা গোপন রাখায় […]