সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে নাটোরের তিন হাজারের অধিক মসজিদে ইদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৭টায় নাটোর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মনিরুল ইসলামের ইমামতিতে ইদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া সকাল ৭টা ৪৫মিনিটে দ্বিতীয় এবং সকাল সাড়ে ৮টায় ইদের তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় মসজিদে ইদের প্রধান জামাতে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক মো: শাহরিয়াজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাইফুর রহমান সিদ্দীকি, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জাহেদুল ইসলামসহ সরকারি কর্মকর্তারা।
এর আগে মুসল্লিরা সরকারি নির্দেশনা অনুযায়ী জায়নামাজ নিয়ে, মুখে মাস্ক পরে মসজিদে আসেন। মসজিদে প্রবেশের সময় আগত মুসল্লীদের হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করেন। নামায শেষে করোনাভাইরাস থেকে মুক্তি এবং বিশ্ববাসীর শান্তি কামনায় মোনাযাত অনুষ্ঠিত হয়।