বিশিষ্ট নৃত্যশিল্পী এবং নৃত্য পরিচালক হাসান ইমাম মারা গেছেন। শুক্রবার (১৫ মে) বিকেলে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ।
সোহাগ বলেন, করোনায় আক্রান্ত হয়ে হাসান ইমাম স্যারের বোন মারা যান। আজ বিকেলে তার মিলাদ অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান পালন শেষে বাসাতেই পেটে ব্যথা অনুভব করেন এবং হঠাৎ পড়ে যান। এরপর কিছুক্ষণের মধ্যেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
তিনি আরো বলেন, সবাই ধারণা করছেন তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। কারণ তিনি তার বোনকে সেবা করেছেন। হয়তো করোনার আক্রান্ত হয়েই তিনি মারা গেছেন।