সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক কামাল লোহানী আর নেই। রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থান শনিবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৬ বছর।
শনিবার (২০ জুন) কামাল লোহানীর ছেলে সাগর লোহানী তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর কামাল লোহানীর শরীরের করোনারভাইরাসের সংক্রমণও ধরা পড়ে।
শুক্রবার (১৯ জুন) কামাল লোহানীর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টিও নিশ্চিত করেছিলেন সাগর।
আরও পড়ুন: সাবেক সাংসদ বদি করোনায় আক্রান্ত
তার মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথকভাবে শোক জানিয়েছেন।