চট্টগ্রামের বাঁশখালীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে বন্দুকযুদ্ধে গণধর্ষণ মামলার প্রধান আসামী নিহত হয়েছে।
সোমবার (১৫ জুন) ভোরে উপজেলার জলদি মিঞার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে র্যাব সদস্যরা একটি অস্ত্র ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে বলে জানায় সংশ্লিষ্টসূত্র।
র্যাব-৭ সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন জানান, সোমবার ভোরে বাঁশখালী জলদি মিঞার বাজার এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের সঙ্গে র্যাবের গোলাগুলির ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ ও অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।
নিহত আবদুল মজিদ (৩০) গণধর্ষণ মামলার প্রধান আসামি উল্লেখ করে র্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্প কমান্ডার মেজর মো. মুশফিকুর রহমান মর্নিং নিউজ বিডিকে বলেন, গত ২৭ এপ্রিল বাঁশখালীর বৈলছড়ি এলাকায় এক তরুণীর গণধর্ষণের ঘটনায় আবদুল মজিদের বিরুদ্ধে প্রধান আসামী হিসেবে অভিযোগ ছিলো।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল বাঁশখালী গণ্ডামারা ইউনিয়নের এক তরুণীকে বৈলছড়ি এলাকায় আবদুল মজিদ ও তার কয়েকজন সহযোগী মিলে গণধর্ষণ করে।