টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে খুলনার বহু এলাকায়। চলমান বর্ষণে প্রতিদিনই পানিতে ডুবে যাচ্ছে নগরীর অধিকাংশ ব্যস্ততম সড়ক ও নিম্নাঞ্চল।
বুধবার (১৭ জুন) ও বৃহস্পতিবারের (১৮ জুন) প্রচণ্ড বৃষ্টিপাতে নগরীর অনেক এলাকা পানির নিচে তলিয়ে যায়। জলজটের কারণে চরম দুর্ভোগের মধ্যে আছে নগরীর হাজার হাজার মানুষ। নগরী ছাড়াও প্রবল বৃষ্টিতে খুলনার দাকোপসহ অনেক উপজেলার মাছের ঘের, পুকুর ও ফসলি জমি তলিয়ে গেছে।
ভারী বৃষ্টিতে মহানগরীর মুজগুন্নী বাস্তুহারা, সোনাডাঙ্গা আবাসিক এলাকার প্রথম ফেজ, গোবরচাকা, নবীনগর, শামসুর রহমান রোড, কেডিএ এভিনিউ এলাকার অধিকাংশ ভবনের নিচতলায় পানি প্রবেশ করেছে। ড্রেনের পানি নিষ্কাশন না হওয়ায় মহানগরীর শান্তিধাম মোড়, রয়্যালের মোড়, পূর্ব বানিয়াখামার, পিটিআই, নিরালা, দোলখোলা, বাগমারা, মিস্ত্রিপাড়া, বাইতিপাড়া, খানজাহান আলী রোড, রূপসা স্ট্যান্ড রোড, খালিশপুর, দৌলতপুরসহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। এতে দুর্ভোগে শত শত পরিবার।
আরও পড়ুন: ভারী বর্ষণে পাহাড় ধসের শঙ্কা চট্টগ্রামে
জনসাধারণ বলছেন, খুলনা মহানগরীর পানি নিষ্কাশনের খালগুলো ভরাট ও দখলদারিত্বের কবলে পড়ায় ভারী বৃষ্টি হলে জলাবদ্ধতা অনিবার্য হয়ে উঠেছে; যে কারণে বৃষ্টি হলেই পানিতে ডুবছে মহানগরী। সামান্য বৃষ্টি হলেই জলমগ্ন হচ্ছে নগরীর অধিকাংশ এলাকা।
খুলনা আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র আবহাওয়াবিদ আমিরুল আজাদ বলেন, মৌসুমী বায়ু সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় থাকার প্রভাবে খুলনায় ভারী থেকে অতিভারী বর্ষণ হচ্ছে। এটি আরও দু-তিন দিন অব্যাহত থাকতে পারে।