কক্সবাজার আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজ বুধবার সকাল ৬টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ১৭১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এই বছরের সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড এটি।
এতে কক্সবাজার শহরের প্রধান সড়কসহ অধিকাংশ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্ধী হয়ে পড়েছে অন্তত ১০ হাজার মানুষ।
এছাড়াও জেলার সদর, চকরিয়া, পেকুয়া, মহেশখালী ও কুতুবদিয়ার নিম্নাঞ্চলও প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর,বাংলাদেশ উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাবার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস সতর্কবার্তা জানিয়ে বলে, কক্সবাজার, চট্টগ্রাম,