কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে মাছ ধরতে গিয়ে স্রোতে ভেসে গেলেন মো. বাদশা (২৮) নামের এক যুবক। নিখোঁজের ৮ ঘন্টা পেরিয়ে গেলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানায় এলাকাবাসী।
শনিবার (২০ জুন) সকাল ৮টার দিকে চকরিয়া উপজেলা কোনাখালী ইউনিয়নের খাসপাড়া সংলগ্ন মাতামুহুরী নদীর পয়েন্টে এ ঘটনা ঘটে। নিখোঁজ মো. বাদশা ওই এলাকার সামশুল আলমের ছেলে।
কোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল আলম সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল ৮টার দিকে বাদশা মাছ ধরার জন্য খাসপাড়া সংলগ্ন মাতামুহুরী নদীতে জাল ফেলে। এক পর্যায়ে নদীর তীব্র পানির স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যায়।
বিকাল ৩টা পর্যন্ত তার খোঁজ না পাওয়াতে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে বলে জানায় চেয়ারম্যান দিদারুল।