রাজধানীর মুগদা এলাকার আলহেরা জামে মসজিদের চার তলার ছাদ থেকে নিচে পড়ে আলামিন (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১১ জুন) দুপুরের দিকে তিনি ছাদ থেকে পড়ে যান। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান মসজিদের ইমম। পরে কর্তব্যরত চিকিৎসক বিকেল তিনটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিয়ে আসা ওই মসজিদের ইমাম জুনায়েদ বলেন, নামাজ শেষে কয়েকজন মসজিদের ছাদে যান। ছাদ থেকে নিচে পড়ে যান তিনি। এতে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা খোকন মিয়া বলেন, আমার ছেলের মানসিক সমস্যা ছিল। আগে মাদরাসায় পড়াশোনা করত এখন পড়াশোনা করে না। আজ নামাজ পড়তে মসজিদে যায়। নামাজ শেষে মসজিদের চার তলার ছাদে গেলে সেখান থেকে নিচে পড়ে যায়। পরে আহত অবস্থায় ইমাম সাহেব ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। এখানে চিকিৎসক জানান, সে মারা গেছে।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মুগদা আলহেরা মসজিদ থেকে নিচে পড়ে গিয়ে আলামিন নামে এক যুবক মারা গেছেন। মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।