আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিমের অস্ত্রোপচার সফল হয়েছে। এখন তাকে আইসিইউতে রাখা হয়েছে।
শুক্রবার ভোর সাড়ে ৫টায় মাইল্ড স্ট্রোক হয়। এরপরই চিকিৎসকরা জরুরী অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।
এদিকে ফোনে মোহাম্মদ নাসিমের পুত্র তানভির শাকিল জয় ও চিকিৎসকের সঙ্গে কথা বলে তার সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজ-খবর
নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি দ্রুত রোগমুক্তির জন্য সকলের দোয়া চেয়েছে মোহাম্মদ নাসিমের পরিবার।
গত সোমবার দুপুর ১২টায় করোনার উপসর্গ নিয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের কেবিনে ভর্তি হন মোহাম্মদ নাসিম। পরে করোনা ভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। সন্ধ্যায় রিপোর্ট পজেটিভ আসে। রাতে তাকে হাসপাতালের কেবিন থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়।