যুক্তরাষ্ট্রের ‘আসল চেহারা’ বেরিয়ে এসেছে: খামেনেয়ি
মার্কিন পুলিশের হাতে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ নাগরিক হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রের আসল চেহারা বেরিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি।
আলজাজিরা জানায়, ইরানের ইসলামি বিপ্লবীর নেতা আয়াতুল্লাহিল রুহুল্লাহ খামেনেয়ির ৩১ তম মৃত্যুবার্ষিকীতে বুধবার রাষ্ট্রীয় চ্যানেলে এক বক্তব্যে এমনটা বলেন খামেনি।
ইরানের সর্বোচ্চ নেতা বলেন, এক পুলিশ সদস্য একজন কৃষ্ণাঙ্গের গলার ওপর হাঁটুচাপা দিয়ে রেখেছে, অন্য পুলিশ সদস্যরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছিল। এটি আসলে নতুন কিছু নয়। এটাই যুক্তরাষ্ট্রের চরিত্র।
আলি খামেনেয়ি বলেন, যুক্তরাষ্ট্র এমন আচরণ পুরো বিশ্বের সঙ্গে করে আসছে। আফগানিস্তান, ইরাক, সিরিয়া এবং অন্য দেশগুলোতে এমনটা করেছে, এর আগে করেছিল ভিয়েতনামে। এসব যুক্তরাষ্ট্রের জন্য অস্বাভাবিক কিছু নয়, তাদের ক্ষমতার আসল চেহারা বরং বেরিয়ে এসেছে।
গত ২৫ মে মিনেপোলিসে কয়েকজন শ্বেতাঙ্গ পুলিশ আফ্রিকান-আমেরিকান জর্জ ফ্লয়েডকে গলায় হাঁটু চেপে হত্যা করলে যুক্তরাষ্ট্রে তীব্র আন্দোলন শুরু হয়।
যুক্তরাষ্ট্রের বাইরেও ইউরোপে, অস্ট্রেলিয়ায় এই আন্দোলন ছড়িয়ে পড়েছে। বর্ণবাদ বিরোধী বিক্ষোভে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলসের মতো বড় শহরগুলোসহ ৪০টিরও বেশি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে অনেক জায়গায়। ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাটের ছবি ও ভিডিও প্রকাশ্যে এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৯ হাজার বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে। গত এক সপ্তাহে মারা গেছেন ১৩ বিক্ষোভকারী, যাদের বেশিরভাগই আফ্রিকান-আমেরিকান।